বিদ্যালয়ের মোট জমির পরিমান ৫০ শতাংশ। বিদ্যালয়টি তিনকক্ষ বিশিষ্ট একতলা পাকা ভবন এবং টিনশেড একটি অফিস কক্ষ আছে। ভবনের সামনে একটি ছোট মাঠ আছে। মাঠের চারদিকে কিছু বনজ ও ঔষধি গাছ আছে।
১৯২২ সালে বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় এ বিদ্যালয়টি উপজেলা টাঙ্গাইল সদরের করটিয়া ইউনিয়নের বীর পুশিয়া গ্রামে প্রতিষ্ঠিত হয়। অত্র গ্রামের নামে বিদ্যালয়টি নামকরণ করা হয়। এটি ১৯৭৪ সালে জাতীয়করণ করা হয়।
মোট সদস্য সংখ্যা ১১ জন। সভাপতি একজন, সহ-সভাপতি একজন এবং পদাধিকার বলে প্রধান শিক্ষক সদস্য সচিব।
সাল | পাশের হার (%) |
২০০৭ | ৯৩ |
২০০৮ | ৯২ |
২০০৯ | ৮৭ |
২০১০ | ১০০ |
২০১১ | ১০০ |
সন | সংখ্যা | ||
১৯৮৪ | ২ | ||
১৯৮৬ | ১ | ||
১৯৮৭ | ১ | ||
১৯৯৪ | ১ | ||
২০০৩ | ১ | ||
২০০৬ | ১ | ||
|
|
|
|
শিক্ষক গুনগতমান বৃদ্ধি, পাশের হার বৃদ্ধিও ঝরে পড়ার হার হ্রাস।
পাশের হার ধরে রাখা, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও ঝরে পড়া সম্পূর্ণ রোধ।
বীরপুশিয়া, করটিয়া, সদর, টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস