টাঙ্গাইল জেলার সদর উপজেলায় ৪নং করটিয়া ইউনিয়ন সদরে করটিয়া মৌজায় স্থানীয় জমিদার দানবীর ওয়াজেদ আলী খান পন্নী (চাঁদ মিয়া) ১৯২৫ সনে রোকেয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা প্রতিষ্ঠা করেন। |
এই অঞ্চলের বঞ্চিত, উপেক্ষিত, অবহেলিত, নির্যাতিত, অন্ধকারাচ্ছন্ন মুসলিম জাতিকে ইসলামী তাহ্জীব-তামুদ্দুন, কৃষ্টি-সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ আত্মনির্ভরশীল নিষ্ঠাবান, চরিত্রবান, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কাজে সচেতন ও দক্ষ নাগরিক করে গড়ে তোলার লক্ষ্যে উপমহাদেশের অন্যতম সিংহপুরুষ লিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি অসহযোগ আন্দোলনের অন্যতম সাহসী সৈনিক প্রজাদরদী মুসলিম জমিদার দানবীর মরহুম ওয়াজেদ আলী খান পন্নী (চাঁদ মিয়া) মাদরাসার নামে ১১.০০ একর জমি ওয়াকফ করে উক্ত ভূমির উপর নিজ বিদ্যোৎসাহী স্ত্রী রোকেয়া খানমের নামে নামকরণ করে ১৯২৫ সনে রোকেয়া হাই মাদরাসা প্রতিষ্ঠা করেন। অতঃপর মাদরাসাটিকে ১৯৬১ সনে দাখিল, ১৯৬৫ সনে আলিম এবং ১৯৭৮ সনে ফাযিল শ্রেণীতে উন্নীত করা হয়। ২০০৮ সনে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্ঠিয়ার অধীনে অধিভূক্ত হয়ে রোকেয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা (সাধারণ, বিজ্ঞান ও মোজবিবদ বিভাগে) অত্যন্ত সুনামের সাথে ইসলামী শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) টাঙ্গাইল এর সভাপতিত্বে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস