ধুলটিয়া গ্রামের জনাব ইউসুফ আলী সরকার, হাজী রহীম উদ্দিন, হারু মাতববর, মতিয়ার রহমান(বুদ্দু মিয়া) ও গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গের অক্লান্ত প্রচেষ্ঠায় এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের ১৫৪ শতাংশ দানকৃত জমির উপর ১৯৮৬ সালের ১লা জানুয়ারী প্রতিষ্ঠিত হয় ধুলটিয়া রাহমানীয়া দাখিল মাদ্রাসা। জনাব আব্দুল হাই সালাফী সাহেবের গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রতিষ্ঠানটি প্রথম পাঠদানের অনুমতি পায় ১৯৮৭ সালের ১লা জানুয়ারী তারিখে এবং এম,পি,ও ভূক্ত হয় ১৯৮৭ সালের ১লা জুন। পরবর্তীতে সরকারী ভবন নির্মানের জন্য এলাকাবাসীর অনুদানে আরও ৩৯ শতাংশ জমি ক্রয় করা হয়। এখানে বর্তমানে ১টি দুতলা পাকা ভবনসহ আরও ৩টি টিনসেড ঘর রয়েছে। প্রতিষ্ঠানটি দাখিল ও জেডিসি পাবলিক পরীক্ষায় অ+ সহ পাশের সুনাম এবং ২০১৩ সালের এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ০১ জন বৃত্তি অর্জন করতে সক্ষম হয়েছে।
ধুলটিয়া গ্রামের জনাব ইউসুফ আলী সরকার, হাজী রহীম উদ্দিন, হারু মাতববর, মতিয়ার রহমান(বুদ্দু মিয়া) ও গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গের অক্লান্ত প্রচেষ্ঠায় এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের ১৫৪ শতাংশ দানকৃত জমির উপর ১৯৮৬ সালের ১লা জানুয়ারী প্রতিষ্ঠিত হয় ধুলটিয়া রাহমানীয়া দাখিল মাদ্রাসা। জনাব আব্দুল হাই সালাফী সাহেবের গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রতিষ্ঠানটি প্রথম পাঠদানের অনুমতি পায় ১৯৮৭ সালের ১লা জানুয়ারী তারিখে এবং এম,পি,ও ভূক্ত হয় ১৯৮৭ সালের ১লা জুন। পরবর্তীতে সরকারী ভবন নির্মানের জন্য এলাকাবাসীর অনুদানে আরও ৩৯ শতাংশ জমি ক্রয় করা হয়। এখানে বর্তমানে ১টি দুতলা পাকা ভবনসহ আরও ৩টি টিনসেড ঘর রয়েছে। প্রতিষ্ঠানটি দাখিল ও জেডিসি পাবলিক পরীক্ষায় অ+ সহ পাশের সুনাম এবং ২০১৩ সালের এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ০১ জন বৃত্তি অর্জন করতে সক্ষম হয়েছে।
দাখিল
সন | মোট পরীক্ষার্থী | ফলাফল | মোট পাশ | পাশের হার | ||||||
A+ | A | A- | B | C | D | |||||
২০১৪ | সাধারণ ১৩ | - | ১০ | - | ২ | - | - | ১২ | ৯২.৩০% | |
বিজ্ঞান ১৮ | ১ | ১৪ | ২ | ১ | - | - | ১৮ | ১০০% | ||
২০১৩ | সাধারণ ১০ | ০২ | ০২ | ০২ | ০৩ | - | - | ০৯ | ৯০% | |
বিজ্ঞান ১২ | - | ০৫ | ০৫ | ০২ | - | - | ১২ | ১০০% | ||
২০১২ | সাধারণ ৩৩ | ০৩ | ১৭ | ০৪ | ০৫ | ০১ | - | ৩০ | ৯০.৯০% | |
বিজ্ঞান ১৬ | ০৭ | ০৭ | ০১ | - | - | - | ১৫ | ৯৩.৭৫% | ||
২০১১ | ১৪ | ১ | ৯ | ৪ | - | - | - | ১৪ | ১০০% | |
২০১০ | ২৪ | ২ | ৮ | ৮ | ৬ | - | - | ২৪ | ১০০% | |
জে.ডি.সি | ||||||||||
২০১৩ | ২২ | ০১ | ০৭ | ০৭ | ০৩ | ০২ | - | ২০ | ৯০.৯০% | |
২০১২ | ৩৬ | - | ০৫ | ১৩ | ০৫ | ১১ | ০১ | ৩৫ | ৯০% | |
২০১১ | ৩৮ | - | ১০ | ১১ | ১০ | ৫ | - | ৩৬ | ৯৪.৭৩% | |
২০১০ | ২৮ | - | - | ৪ | ১৫ | ৫ | - | ২৪ | ৮৫.৭১% |
প্রতিষ্ঠানটি ১০% হারে ছাত্র এবং ৩০% হারে ছাত্রী উপবৃত্তি পেয়ে আসছে। আরও ২ (দুই) জন ছাত্রছাত্রী প্রতিবন্ধি উপবৃত্তি পাচ্ছে। ২০১৩ সালের এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ০১ জনের বৃত্তি অর্জন
দাখিল ও জেডিসি পাবলিক পরীক্ষায় অ+ সহ পাশের সুনাম এবং ২০১৩ সালের এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ০১ জনের বৃত্তি অর্জন।
আরও ভাল ফলাফলের মাধ্যমে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রুপান্তরিত করা।
পাথরাইল বাজার হতে ১ কি.মি. পূর্বে এবং করটিয়া হতে ৩ কি.মি. পশ্চিমে, যেকোন দিক হতে সিএনজি/অটোরিক্সা/রিক্সা যোগে আসা যায়।
ইয়াসীন আলী, তানভীর হাসান, হামিদুর রহমান, সুইটি আক্তার, সুমাইয়া আক্তার, তামিমা আক্তার, আহমাদুল্লাহ, কনা আক্তার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস