Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ধুলটিয়া রাহমানীয়া দাখিল মাদ্রাসা

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

 

ধুলটিয়া গ্রামের জনাব ইউসুফ আলী সরকার, হাজী রহীম উদ্দিন, হারু মাতববর, মতিয়ার রহমান(বুদ্দু মিয়া) ও গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গের অক্লান্ত প্রচেষ্ঠায় এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের ১৫৪ শতাংশ দানকৃত জমির উপর ১৯৮৬ সালের ১লা জানুয়ারী প্রতিষ্ঠিত হয় ধুলটিয়া রাহমানীয়া দাখিল মাদ্রাসা। জনাব আব্দুল হাই সালাফী সাহেবের গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রতিষ্ঠানটি প্রথম পাঠদানের অনুমতি পায় ১৯৮৭ সালের ১লা জানুয়ারী তারিখে এবং এম,পি,ও ভূক্ত হয় ১৯৮৭ সালের ১লা জুন। পরবর্তীতে সরকারী ভবন নির্মানের জন্য এলাকাবাসীর অনুদানে আরও ৩৯ শতাংশ জমি ক্রয় করা হয়। এখানে বর্তমানে ১টি দুতলা পাকা ভবনসহ আরও ৩টি টিনসেড ঘর রয়েছে। প্রতিষ্ঠানটি দাখিল ও জেডিসি পাবলিক পরীক্ষায় অ+ সহ পাশের সুনাম এবং ২০১৩ সালের এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ০১ জন বৃত্তি অর্জন করতে সক্ষম হয়েছে।